empty
 
 
09.04.2025 10:08 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৯ এপ্রিল

মঙ্গলবার দিনের শেষভাগে বিটকয়েন ও ইথেরিয়ামের তীব্র দরপতন ঘটে, এবং আজকের এশিয়ান সেশনেও এই নিম্নমুখী প্রবণতা আরও তীব্রভাবে অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে আরেক দফা বড় দরপতনের ফলে অন্যান্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও চাপ সৃষ্টি হয়।

This image is no longer relevant

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিটকয়েনের মূল্য স্বল্পমেয়াদি হোল্ডারদের গড় ব্রেক-ইভেন মূল্যের নিচে নেমে গিয়েছিল—এবং গতকাল একই অবস্থা হয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে। ক্রিপ্টো কোয়ান্ট-এর তথ্যমতে, ইথারের এই গড় ব্রেক-ইভেন লেভেলের নিচে দরপতন ক্রিপ্টো মার্কেটে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের সূচক। এই লেভেলটি হচ্ছে সেই গড় ক্রয়মূল্য যেখানে অধিকাংশ ট্রেডার ইথার কিনেছিল। এই লেভেল ব্রেক করা হলে সাধারণত একের পর এক লিকুইডেশন ও মার্জিন কল শুরু হয়ে যায়।

বিশ্লেষকেরা একে বলেন "মার্কেট ক্লিনজিং", অর্থাৎ অত্যন্ত আশাবাদী এবং অতিরিক্ত লিভারেজ নেওয়া ট্রেডারদের মার্কেট থেকে সরিয়ে দেওয়া। এটি বেশ বেদনাদায়ক হলেও অত্যাবশ্যকীয় পুনরুদ্ধারপর্ব, যা ভবিষ্যতের টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করে। ইতিহাস বলছে—এই ধরনের ঘটনা স্বল্পমেয়াদে অস্বস্তিকর হলেও, মাঝারি মেয়াদে সাধারণত পুনরুদ্ধার ও মূল্য বৃদ্ধির পূর্বাভাস দেয়।

This image is no longer relevant

তবে, যতক্ষণ না যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে স্টক বিক্রির প্রবণতা শেষ হচ্ছে, ততক্ষণ ক্রিপ্টো মার্কেটে নতুন করে কেনাবেচা নিয়ে আলোচনা করা যথাযথ নয়—কারণ সাম্প্রতিক সময়ে এই দুই মার্কেটের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে।

ক্রিপ্টো মার্কেটে দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের বড় ধরনের যেকোনো পুলব্যাকের উপর ভিত্তি করে ট্রেড চালিয়ে যাবো, কারণ আমার ধারণা, মাঝারি মেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা এখনও অক্ষুণ্ণ রয়েছে।

নিচে স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলি তুলে ধরা হলো:

This image is no longer relevant

বিটকয়েন

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $79,400-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $77,350 এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $79,400 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি অবিলম্বে বিটকয়েন ক্রয় করা বন্ধ করব এবং বাউন্সের ক্ষেত্রে এটি বিক্রি করব। ব্রেকআউটের ক্ষেত্রে ট্রেডে এন্ট্রির আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $76,100 লেভেলের ব্রেকআউটের ক্ষেত্রে মার্কেটে কোন প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $77,350 এবং $79,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $74,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $76,150 এর লেভেলে পৌঁছালে আমি বিটকয়েন বিক্রি করব। মূল্য $74,600 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েন বিক্রি করা বন্ধ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে বিটকয়েন কিনব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $77,400 লেভেলের ব্রেকআউটের ক্ষেত্রে মার্কেটে কোন প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে বিটকয়েন বিক্রি করা যেতে পারে এবং মূল্যের $76,100 এবং $74,600 এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

This image is no longer relevant

ইথেরিয়াম

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,542-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,488 এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $1,542 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করা বন্ধ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে এটি বিক্রি করব। ব্রেকআউটের ক্ষেত্রে এন্ট্রির আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,446 লেভেলের ব্রেকআউটের ক্ষেত্রে মার্কেটে কোন প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,488 এবং $1,542-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,387-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,446 এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,387 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিক্রি করা বন্ধ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে ইথেরিয়াম কিনব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,488 লেভেলের ব্রেকআউটের ক্ষেত্রে মার্কেটে কোন প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে $1,446 এবং $1,387-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.