empty
 
 
15.05.2025 11:24 AM
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের বিরতি ইতোমধ্যেই মার্কেটে মূল্যায়িত হয়েছে—এবার কী হতে যাচ্ছে? (#SPX এবং বিটকয়েনের কারেকশনের সম্ভাবনা রয়েছে)

বৃহস্পতিবার স্টক মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতায় স্পষ্টভাবে মন্থরতার লক্ষণ দেখা যাচ্ছে—এমনকি বলা যায় এটি কিছুটা স্থবির হয়ে পড়েছে। এর কারণ হলো, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ৯০ দিনের বাণিজ্য যুদ্ধবিরতি ইতোমধ্যেই মার্কেটে মূল্যায়িত হয়েছে, এবং বিনিয়োগকারীরা এখন প্রান্তিকভিত্তিক কর্পোরেট কোয়ার্টারলি আয়ের দিকে মনোযোগ দিচ্ছেন।

আগের ইতিবাচক মনোভাবের অন্যতম অনুঘটক ছিল যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন, যেখানে মাসিক ভিত্তিতে মুদ্রাস্ফীতি কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক ভিত্তিতেও পতন দেখা গেছে। তবে, এই তথ্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটের চাহিদা ধরে রাখতে এবং ডলারকে আরও দুর্বল করতে যথেষ্ট নয় বলেই প্রতীয়মান হচ্ছে। মার্কিন CPI বা ভোক্তা মূল্য সূচক বার্ষিক ভিত্তিতে 2.4% থেকে কমে 2.3%-এ নেমে আসলেও, ফেডারেল রিজার্ভ আপাতত সুদের হার হ্রাসের পথে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না।

আজ ট্রেডাররা নিঃসন্দেহে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ইস্তানবুলে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনার দিকে দৃষ্টি দিবে। যদিও এই ইস্যুটি বিশ্ববাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবুও এটি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মার্কেটকে প্রভাবিত করতে পারে। বাস্তব কোনো চুক্তি হলে তা শুধু রাশিয়ার ফাইন্যান্সিয়াল মার্কেট নয়, কমোডিটি মার্কেটের জন্যও শক্তিশালী সহায়ক হবে—যেহেতু রাশিয়া এ খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পরিস্থিতি এখন বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির খবরে সাম্প্রতিক প্রবৃদ্ধির ফলে স্বল্প সময়ের জন্য ক্রিপ্টো টোকেন চাহিদা বাড়লেও, তা সীমিত পরিসরে ছিল। বর্তমানে স্টক সূচকের স্থিতিশীলতা, কমোডিটির চাহিদা হ্রাস এবং স্বর্ণের দরপতনের পটভূমিতে একটি সম্ভাব্য কারেকশন গঠিত হচ্ছে।

মার্কিন ডলার এখনও কিছুটা চাপের মধ্যে থাকলেও DXY সূচকে 100 পয়েন্টের উপরে অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ইস্তানবুলে আলোচনার পাশাপাশি আজকের মার্কেটের ট্রেডাররা মার্কিন খুচরা বিক্রয় (রিটেইল সেলস) এবং উৎপাদক মূল্য সূচক (PPI) সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলের দিকে মনোযোগ দেবে। সম্মিলিত পূর্বাভাস অনুযায়ী, কোর রিটেইল সেলস সূচক এপ্রিল মাসে 0.5% থেকে কমে 0.3%-এ নেমে আসতে পারে। উৎপাদক মূল্যস্ফীতির ক্ষেত্রে সূচকটি বার্ষিক ভিত্তিতে 3.3% থেকে কমে 3.1%-এ নামার সম্ভাবনা রয়েছে, তবে মার্চে 0.1% পতনের পর এপ্রিলে মাসিক ভিত্তিতে 0.3% বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

উল্লেখযোগ্য যে, রাশিয়া-ইউক্রেন আলোচনা থেকে যদি কোনো ইতিবাচক অগ্রগতি জানা যায়, তবে তা রাশিয়ার স্টক মার্কেটে সমর্থন করবে। এই ধারা বজায় থাকলে MOEX সূচক 3000.00 পয়েন্ট টেস্ট করতে পারে। অন্যদিকে, অন্যান্য বৈশ্বিক মার্কেটে মার্কিন অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত লেনদেনের গতি কমে আসতে পারে।

This image is no longer relevant

This image is no longer relevant

দৈনিক পূর্বাভাস

#SPX

S&P 500 ফিউচারের CFD স্থানীয় সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর পর মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের প্রত্যাশার তুলনায় দুর্বল ফলাফলের কারণে ডাউনওয়ার্ড কারেকশন করতে পারে। যদি মূল্য 5854.45-এর নিচে নেমে যায়, তাহলে 5780.15 এর দিকে দরপতনের সম্ভাবনা তৈরি হবে। শর্ট পজিশনের জন্য 5842.08 লেভেল একটি এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।

বিটকয়েন

মার্কেট জুড়ে পুলব্যাকের প্রেক্ষাপটে টোকেনটি ডাউনওয়ার্ড কারেকশনের মধ্যে রয়েছে। এটির মূল্য 102,167.85 সাপোর্ট লাইন ব্রেক করে নিচের দিকে গেছে, যার ফলে 97,723.28 লেভেলের দিকে দরপতনের সম্ভাবনা তৈরি হয়েছে। 101,489.57 লেভেল একটি সেল এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.