empty
 
 
20.10.2025 10:18 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ অক্টোবর

গত ২৪ ঘণ্টায় বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, বিটকয়েনের মূল্য $106,000 থেকে বেড়ে $111,300 পর্যন্ত পৌঁছেছে, যা ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি বিনিয়োগকারীদের নতুন আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

This image is no longer relevant

এই নতুন করে ক্রয়ের প্রবণতা অন্যতম প্রধান কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের চীনের প্রতি অবস্থানে কিছুটা নমনীয়তা এবং চলমান বাণিজ্য উত্তেজনা হ্রাসের সম্ভাবনা—যা গত সপ্তাহে ব্যাপক দরপতনের মূল কারণ ছিল। তবে, বিষয়টি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই পুনরুদ্ধার ঘটছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকার মধ্যেই। এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা অনেকাংশে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আসন্ন বাণিজ্য আলোচনার ফলাফল এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক নীতিমালা সংক্রান্ত সিদ্ধান্তগুলোর উপর নির্ভর করবে। মনে করিয়ে দেওয়া প্রয়োজন, চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে, যা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আরও সহায়তা করতে পারে।

সাধারণভাবে, নিম্ন সুদের হার মার্কিন ডলারের মান দুর্বল করে তোলে, যার ফলে ক্রিপ্টোকারেন্সির মতো বিকল্প অ্যাসেট বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাছাড়াও, নিম্ন সুদের হার অর্থনৈতিক কার্যক্রম ও বিনিয়োগকে উৎসাহিত করে, যার ফলে পোর্টফোলিও বৈচিত্র্যময় করার হাতিয়ার ও মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা হিসেবে ক্রিপ্টোকারেন্সির চাহিদা বাড়তে পারে। তবে, এটাও গুরুত্বপূর্ণ যে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট বহু ধরনের উপাদান দ্বারা প্রভাবিত হয় এবং ফেডের সিদ্ধান্ত শুধুমাত্র সেগুলোর মধ্যে একটি। ভূ-রাজনৈতিক ঝুঁকি, নিয়ন্ত্রণ কাঠামো সংক্রান্ত অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, স্পট EFT-তে ফান্ড ইনফ্লো এবং বিনিয়োগকারী মনোভাব—এই সবই ক্রিপ্টোকারেন্সির মূল্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। তাই, যদিও ফেডের পক্ষ থেকে সুদের হার কমানো মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের সময় অবশ্যই সব প্রাসঙ্গিক উপাদান বিবেচনায় নেওয়া উচিত এবং সতর্ক থাকতে হবে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের শক্তিশালী পুলব্যাকগুলোর ওপর নির্ভর করতে থাকব, প্রত্যাশা করছি যে মধ্য-মেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা এখনো বিদ্যমান।

নিচে স্বল্প-মেয়াদি ট্রেডিং কৌশলের বিস্তারিত বিবরণ প্রদান করা হলো:

This image is no longer relevant

বিটকয়েন

বাই সিগন্যাল
  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $112,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $111,600-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $112,700-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি অবিলম্বে লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $110,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $111,600 এবং $112,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $109,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $110,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $109,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $111,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $110,700 এবং $109,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

This image is no longer relevant

ইথেরিয়াম

বাই সিগন্যাল
  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $4,155-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $4,089-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $4,155-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $4,042 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $4,089 এবং $4,155-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,967-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $4,042-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $3,967 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি মূল্য $4,089-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $4,042 এবং $3,967-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.