আরও দেখুন
18.12.2025 10:54 AMস্বর্ণের মূল্য ঐতিহাসিক উচ্চতার আশেপাশেই স্থির রয়েছে, কারণ বিনিয়োগকারীরা একদিকে ভেনেজুয়েলার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার দিকে নজর রাখছেন এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আছেন। অপরদিকে, গতকালও প্লাটিনামের মূল্যের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল, যা একদিনে 4% বৃদ্ধি পেয়েছে।
বুধবার স্বর্ণের মূল্য আউন্সপ্রতি $4,330-এ পৌঁছায়, যা ০.৮% বৃদ্ধি প্রদর্শন করেছে। এটি অক্টোবর মাসের রেকর্ড সর্বোচ্চ মূল্যের তুলনায় প্রায় $50 কম। আজ প্রকাশিতব্য মার্কিন মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনটির ফলাফল ফেডারেল রিজার্ভ আদৌ সুদের হার আরও কমানোর পদক্ষেপ গ্রহণে আগ্রহী কি না—সে বিষয়ে ধারণা প্রদান করবে।
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে। সাধারণত ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যায়, যার মধ্যে স্বর্ণ অন্যতম। বিনিয়োগকারীদের আশঙ্কা, অঞ্চলটিতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, যার ফলে মূলধন নিরাপদ ইনস্ট্রুমেন্ট বা অ্যাসেটের দিকে সরে যেতে পারে।
যদিও বর্তমানে স্বর্ণের মূল্য দৃঢ়ভাবে স্থিতিশীল আছে, তবে স্বল্প-মেয়াদি ভবিষ্যৎ প্রবণতা এখনও অনিশ্চিত। এটি ফেডের ভবিষ্যৎ পদক্ষেপ এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি মার্কিন যুক্তরাজ্যে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় বেশি বৃদ্ধি পায়, তাহলে ফেড সুদের হার কমানোর ক্ষেত্রে আরও সতর্ক অবস্থান গ্রহণ পারে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
একই সময়ে, আরও ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনাকেও সম্পূর্ণভাবে অস্বীকার করা যায় না। যেকোনো নতুন সংঘাত চরম পর্যায়ে পৌছালে অথবা নতুন উত্তেজনার উদ্ভব নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, যা স্বর্ণের মূল্যকে ঊর্ধ্বমুখী করবে।
এ বছরের পরিসংখ্যান অনুযায়ী বলা যায়, স্বর্ণের মূল্য প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে এবং এটি ১৯৭৯ সালের পর বার্ষিক ভিত্তিতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে চলেছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা মূলত কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় এবং সরকারি বন্ড ও প্রধান মুদ্রা থেকে বিনিয়োগকারীদের সরে যাওয়ার কারণে ঘটেছে।
প্লাটিনামের মূল্য ১৮% পর্যন্ত বেড়েছে এবং ১০ ডিসেম্বর ট্রেডিং সেশন শেষ হওয়ার পর থেকে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রিটিশ ব্যাংকগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্লাটিনাম স্থানান্তরের মাধ্যমে শুল্কের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করছে, ফলে লন্ডনের মার্কেটে সরবরাহ সংকট দেখা যাচ্ছে—যা প্লাটিনামের মূল্যবৃদ্ধিকে সহায়তা করেছে।
বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, স্বর্ণের ক্রেতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এটির মূল্যকে $4,372-এর রেজিস্ট্যান্সে পুনরুদ্ধার করা। এতে সফল হলে, স্বর্ণের মূল্যের পরবর্তী লক্ষ্যমাত্রা হবে $4,432, যেটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং যার উপরে পৌঁছানো তুলনামূলকভাবে কঠিন হবে। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হলো প্রায় $4,481। অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে মূল্য $4,304 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। যদি স্বর্ণের মূল্য এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, তাহলে এটি ক্রেতাদের জন্য বড় ধাক্কা হতে পারে এবং স্বর্ণের মূল্য কমে গিয়ে $4,249 পর্যন্ত নেমে যেতে পারে, এমনকি $4,186-এর দিকেও নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

