empty
 
 
22.12.2025 09:04 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২২ ডিসেম্বর

উইকেন্ডে বিটকয়েনের মূল্যের দৃঢ় গতিশীলতা পরিলক্ষিত হয়েছে এবং এটির মূল্য $89,000 লেভেলের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অপরদিকে, ইথেরিয়ামের মূল্যও $3,000-এর উপরে কনসোলিডেট করার চেষ্টা করছে, যা বছরের শেষপ্রান্তে ট্রেডারদের মনোভাবকে আরও ইতিবাচক করে তুলতে পারে।

This image is no longer relevant

গত শুক্রবার, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের পক্ষ থেকে 2026 সালের জানুয়ারির শুরুতেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সংক্রান্ত ক্ল্যারিটি বিলের খসড়া উন্নয়ন ও পর্যালোচনার প্রক্রিয়ায পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার সূত্রপাত হয়। ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে ডিজিটাল অ্যাসেটের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত এই ঘোষণাটি ক্রিপ্টো কমিউনিটিতে প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং মার্কেটে ইতিবাচক মনোভাব জাগিয়ে তোলে।

এমন একটি গুরুত্বপূর্ণ বিল পিছিয়ে গেলে—যে বিষয়ে আমরা গত সপ্তাহেও জানতে পেরেছি—এই ইন্ডাস্ট্রির বিস্তারকে উল্লেখযোগ্যভাবে ধীর করে দিতে পারে, কারণ স্পষ্ট নীতিমালা না থাকলে সেটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং উদ্ভাবনের প্রবাহকে বাধাগ্রস্ত করে। একই সময়ে, এই বিল পাস করার ক্ষেত্রে ধীরগতি আইনপ্রণেতাদের হাতে সুযোগ দিচ্ছে—তারা যেন এই বিলের প্রতিটি দিক, সংশ্লিষ্ট ঝুঁকি ও সুবিধা ভালোভাবে যাচাই করে কার্যকর একটি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করতে পারেন, যা বিনিয়োগকারীদের সুরক্ষা দেবে এবং ডিজিটাল অ্যাসেটের অবৈধ ব্যবহারের ঝুঁকি কমাবে। এই পন্থার পক্ষকারীরা মনে করেন, তাড়াহুড়ো করে আইন পাশ করা উচিত হবে না, কারণ এটি অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে এবং এই নতুন অ্যাসেট ক্লাসের ওপর আস্থা নষ্ট করতে পারে।

তবে সমালোচকেরা বলছেন, এই আইন পাশে আরও বিলম্ব হলে নতুন করে নেতিবাচক জল্পনা-কল্পনার ভিত্তি তৈরি করবে। এ ছাড়া তাদের মতে, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার এই বিলম্বের ফলে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের তুলনায় ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির অগ্রগতিতে পিছিয়ে পড়তে পারে এবং প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য হারিয়ে ফেলতে পারে। যেকোনো পরিস্থিতিতেই, জানুয়ারিতে অনুষ্ঠেয় সিনেট সভাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং ট্রেডাররা এই সভার ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে।

স্বল্পমেয়াদি ট্রেডিং সম্পর্কিত কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হলো।

This image is no longer relevant

বিটকয়েন

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $90,000-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $89,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $90,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $88,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $89,000 এবং $90,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $87,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $88,500-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $87,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $89,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $88,500 এবং $87,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

This image is no longer relevant

ইথেরিয়াম

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $3,087-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $3,042-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,087-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $3,009 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $3,042 এবং $3,087-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,942-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $3,009-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,942 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $3,042-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $3,009 এবং $2,942-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.